ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদের নামে সড়কের নামকরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
ঝিনাইদহে বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদের নামে সড়কের নামকরণ নিজের নামের সড়কের নাম ফলক উন্মোচন করেন মাহবুব উদ্দিন আহমেদ, ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: স্বাধীনতা চলাকালে ঝিনাইদহের মহকুমা পুলিশ কর্মকর্তা ও মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেওয়া মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রমের সম্মানে তার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।

ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার একটি সড়কের নাম রাখা হয়েছে মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম) সড়ক।

রোববার (২৯ নভেম্বর) সকালে নিজের নামের সড়কের নাম ফলক উন্মোচন করেন মাহবুব উদ্দিন আহমেদ।  

এসময় ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেনসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় মাহবুব উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধে ঝিনাইদহের অবদানসহ নানা বিষয়ে স্মৃতিচারণ করেন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।