ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কামালপুর সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
কামালপুর সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ চাঁপাইনবাবগঞ্জের মানচিত্র

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের কামালপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

শনিবার (২৮ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে চোরাচালানে যুক্ত থাকার অভিযোগে জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুর সীমান্ত এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

এরা হলেন- শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা মধ্যপাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২৫) ও বাবর আলীর ছেলে বিষারু (২৭)।

স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাতে মাদক চোরাকারবারী শহিদুল ও বিষারূ পিয়াজবাড়ি এলাকা দিয়ে প্রায় ৩০০ গজ ভারতের ভেতরে অনুপ্রবেশ করলে শিয়ালমারা বিওপি এলাকা থেকে ১৮৮/৫ এস পিলারের কাছ থেকে তাদের আটক করে বিএসএফের সদস্যরা।

এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুর রহমান রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, তারা বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছেন তবে আটক দুজনের পরিবারের কেউ এখনো শিয়ালমারা বিওপিতে অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।