ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কাফরুলে হত্যাকাণ্ড, নারীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
কাফরুলে হত্যাকাণ্ড, নারীর মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কাফরুলে সিমা নামে এক নারীর (৩৩) মরদেহ উদ্ধার করছে পুলিশ। তবে এটি হত্যাকাণ্ড এবং এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য কাজ করছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ বিষয়ে কথা হয় কাফরুল থানা উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিকের সঙ্গে।

তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১টার দিকে সংবাদ পেয়ে কাফরুল বাইশটা টেকি ইমাম নগর এলাকার একটি বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ।

তিনি জানান, এটি একটি হত্যাকাণ্ড। ঘটনাস্থলে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট কাজ করছে। তারা চলে যাওয়ার পর থানা পুলিশ কাজ করবে। তারপর বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
এজেডএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।