ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
কক্সবাজারে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

কক্সবাজার: ‘কমলা রঙের বিশ্বে নারী বাঁধার পথ দেবেই পাড়ি’ প্রতিপাদ্যে কক্সবাজারে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের প্রচারণা উপলক্ষে আলোচনা ও সংহতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে কক্সবাজার অরুণোদয় হল রুমে মানবিক সহায়তা দেওয়া সংস্থা লাইট হাউজ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বডুয়া, প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সংস্থার প্রধান নির্বাহী হারুনর রশীদসহ দাতা সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্টরা বক্তব্য দেন। শেষে তাদের বিভিন্ন কার্যক্রমের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
এসবি/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।