ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ৯ কেজি রুপাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
ঝিনাইদহে ৯ কেজি রুপাসহ আটক ২ আটক দু’জন (ডানের দু’জন), ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি এলাকা থেকে পাচারের সময় নয় কেজি ১০০ গ্রাম রুপাসহ দু’জনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।  

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে সাধুহাটি এলাকার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক  থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের রফিউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩৮) ও সুন্নত আলীর ছেলে শাহজাহান আলী (৪০)।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, চুয়াডাঙ্গা থেকে বাসে চোরাকারবারীরা রুপা পাচার করছেন- এমন সংবাদের ভিত্তিতে সাধুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এসময় শাহজাহান আলী ও সাইফুল ইসলাম নামে দুই যাত্রীর কাছে থাকা ব্যাগে নয় কেজি ১০০ গ্রাম রুপা পাওয়ায় তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।