ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ইজিবাইক থেকে পড়ে প্রাণ গেলো গৃহবধূর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
কুড়িগ্রামে ইজিবাইক থেকে পড়ে প্রাণ গেলো গৃহবধূর

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ব্যাটারিচালিত চলন্ত ইজিবাইক থেকে ছিটকে পড়ে শান্তি রানি রায় (৩৪) নামে এক গৃহবধূ মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের খেঁজুরের তল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শান্তি উপজেলার বড়ভিটা ইউনিয়নের চৌকিদার টারী গ্রামের কৃষ্ণ চন্দ্র বর্মণের স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তি নিজ বাড়ি থেকে আত্মীয়ের বাড়ী যাওয়ার জন্য পরিবারের অন্যান্যদের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকযোগে উলিপুর উপজেলার উদ্দেশে রওয়ানা দেয়। উপজেলার খেঁজুরের তল এলাকায় এলে টার্নিং নেওয়ার সময় চলন্ত ইজিবাইক থেকে ছিটকে পড়ে যান তিনি। এতে শান্তি গুরুতর আহত হয়। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় দুর্ঘটনায় নারী মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদশে সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।