ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মাস্ক না পরায় শতাধিক ব্যক্তিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
মাস্ক না পরায় শতাধিক ব্যক্তিকে জরিমানা মাস্ক না পরে বাইরে বের হওয়ায় জরিমানা

পিরোজপুর: মাস্ক না পরে বাইরে বের হওয়ায় পিরোজপুরে শতাধিক ব্যক্তিকে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

প্রশাসনের উদ্যোগে সোমবার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানান, করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার ও জনসচেতনতা নিশ্চিত করতে জেলা শহরসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ স্থান সমূহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরে বাইরে বের হওয়া মানুষজনকে বিভিন্ন অংকের টাকা জরিমান করা হয়। এছাড়া গরীব ও অসহায় অনেককে মাস্ক বিতরণ করা হয়েছে।  

অভিযান চলাকালে দেখা গেছে, অনেকেরই মাস্ক থাকলেও, তারা তা ব্যবহার না করে পকেটে  রেখেছেন। আবার অনেকেই মাস্ক ব্যবহার না করেই গণপরিবহনে যাতায়াত করছেন।  
সূত্র আরও জানায়, করোনার সংক্রমণ বিস্তার প্রতিরোধে ও জনসচেতনতা বাড়াতেই এ অভিযান।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।