ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মা দূষণমুক্তকরণে উদ্যোগ নিচ্ছে রাসিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
পদ্মা দূষণমুক্তকরণে উদ্যোগ নিচ্ছে রাসিক সভা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: পদ্মানদী দূষণমুক্তকরণে এবার উদ্যোগ নিতে যাচ্ছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। পদ্মানদী সংলগ্ন মহানগর এলাকার সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড সচিবদের নিয়ে সভাও অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে নগরভবনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার দপ্তরকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি সরিফুল ইসলাম বাবু।

সভায় জানানো হয়, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় মহানগরীর পরিচ্ছন্ন পরিবেশের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পদ্মানদী দূষণমুক্তকরণে ১১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের জনসচেতনতা সৃষ্টিতে ব্যাপক প্রচার প্রচারণা করার উদ্যোগ গ্রহণ করছে রাজশাহী সিটি করপোরেশন।

সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার স্বার্থে নদীর ধার এলাকার ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য, চায়ের দোকান, ফাস্টফুড, রেস্টুরেন্ট ডাস্টবিন বিতরণ করা হবে। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে সংশ্লিষ্ট এলাকায় লিফলেট বিতরণ, মাইকিং করা হবে। একইসঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে ভ্যানের সার্ভিস নিয়মিতকরণে জোর তাগিদ দেওয়া হয়।

সভায় বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন ডলার, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং সাজ্জাদ হোসেন, পরিচ্ছন্ন কর্মকর্তা প্ল্যানিংসহ বিভিন্ন ওয়ার্ডের সচিবরা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২০
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।