ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় রোহিঙ্গা যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
হাতিয়ায় রোহিঙ্গা যুবক আটক

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়ন থেকে মো. নুরুল আমিন (৩২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

আটক মো. নুরুল আমিন কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আশরাফ আলীর ছেলে।

তার এফসিএন নম্বর-১২৫৯৪৫।  

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে হাতিয়ার মোর্শেদ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল হাসান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে হাতিয়া উপজেলার জনতা বাজার ঘাটে রোহিঙ্গা ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি রোহিঙ্গা বলে স্বীকার করলে স্থানীয়রা তাকে মোর্শেদ বাজার পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন।  

জানা যায়, ওই রোহিঙ্গা যুবকের আত্মীয় স্বজন কয়েকদিন আগে ভাসানচরে চলে আসেন। তিনিও ভাসানচরে তার পরিবারের সদস্যদের কাছে আসার জন্য উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসেন।

মোর্শেদ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল হাসান মিয়া আরও জানান, বুধবার আটক রোহিঙ্গা যুবককে ভাসানচরে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।