ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় ওয়ারেন্টভুক্ত ১২ আসামি গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
শার্শায় ওয়ারেন্টভুক্ত ১২ আসামি গ্রেফতার

বেনাপোল (যশোর): শার্শায় মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ১২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন শার্শার বাগুড়ি গ্রামের আশরাফ আলীর ছেলে রেজা আল-নোমান (৩৮), আজিজুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২১), কাজিরবেড় গ্রামের কাবিল হোসেনের ছেলে শাহিন হোসেন (৩২), উলাশী গ্রামের নজরুল ইসলামের ছেলে মফিজুর রহমান (৩৪), মহিষা গ্রামের আব্দুল লতিবের ছেলে মাসুম বিল্লাহ, যাপদপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে আক্তারুজ্জামান তুহিন (৩২), সিরাজুল ইসলাম (৫৪), রমজান গোল্দারের ছেলে রাজু (৪২), নিজামপুর গ্রামের ইউনুচ আলীর ছেলে শিপন হোসেন (৩২), আমলাই গ্রামের ইউনুছ আলী (৫৪), পাকশিয়া গ্রামের আসাদ আলীর ছেলে মোংলা (৩৬) ও ফজলুল হকের ছেলে ইকবাল আহম্মেদ(৩৫)।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।