ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা উত্তরে ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়লো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
ঢাকা উত্তরে ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়লো

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকাধীন গৃহ করদাতাদের জন্য কর রেয়াত এবং ব্যবসায়ীদের সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, বকেয়াসহ ২০২০-২০২১ অর্থবছরের ৪ কিস্তির হোল্ডিং ট্যাক্স একত্রে পরিশোধ করা হলে চলতি অর্থবছরের অর্থাৎ ২০২০-২০২১ অর্থবছরের ৪ কিস্তির ওপর ১০ শতাংশ রিবেটের/রেয়াতের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছে।

এছাড়া ব্যবসায়ীদের জন্য সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমাও আগামী ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছে।

বর্ধিত সময়ের মধ্যে বকেয়াসহ ২০২০-২০২১ অর্থবছরের ৪ কিস্তির হোল্ডিং ট্যাক্স একত্রে পরিশোধ করে চলতি অর্থবছরের ৪ কিস্তির উপর ১০ শতাংশ রিবেট গ্রহণের জন্য গৃহ করদাতাদের এবং সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ নিতে ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
এসএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।