ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ইয়াবাসহ ৩ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
লালমনিরহাটে ইয়াবাসহ ৩ বিক্রেতা আটক আটকরা

লালমনিরহাট: লালমনিরহাটে এক হাজার ৮৫০ পিস ইয়াবাসহ তিন বিক্রেতাকে আটক করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট-রংপুর মহাসড়কের সদর উপজেলার তিস্তা সড়ক সেতু টোলপ্লাজা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বালাটারী গ্রামের আজাদ মিয়ার ছেলে আশিক (২৪), একই উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের আফজাল হোসেনের ছেলে আতিকুর রহমান (২৫) ও ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইন গ্রামের মৃত আক্তার ফকির ওরফে মকিম ফকিরের ছেলে মিজানুর রহমান ওরফে মকিম ফকির (২৯)।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অটোরিকশা তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজায় আটক করে তল্লাশি করা হয়। এসময় তিন যাত্রীর পকেট থেকে এক হাজার ৮৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবা রাখার দায়ে অটোরিকশার ওই তিন যাত্রী আশিক, আতিকুর ও মিজানুরকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা (নং ২৪) দায়ের করা হয়েছে বলেও জানান ওসি শাহ আলম।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।