ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিস্কুটের প্যাকেটে ১১৩০ ইয়াবা, আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
বিস্কুটের প্যাকেটে ১১৩০ ইয়াবা, আটক ১

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে বিস্কুটের প্যাকেট থেকে এক হাজার ১৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। এ ঘটনায় মো. সেলিম (৪৫) নামে একব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি, কমলাপুর) রকিব-উল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সেলিমকে আটক করা হয়। এর পর তার কাছে থাকা বিস্কুটের প্যাকেট থেকে ১১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের পর সেলিমকে গ্রেফতার দেখানো হয়েছে। বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। সেলিম কক্সবাজার জেলার বাসিন্দা বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।