ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
বেলকুচিতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা সিরাজগঞ্জের মানচিত্র

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- চর কোনাবাড়ী গ্রামের সিরাজ শিকদার (৫০) ও তার ছেলে সাঈদী শিকদার (১৭)।  

সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) শাহীনুর কবির বাংলানিউজকে জানান, বাবা ও ছেলে রান্ধুনীবাড়ী বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে চর কোনাবাড়ী এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে তাদের হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনার প্রস্তুতি চলছে।   

তিনি বলেন, নিহত সিরাজ শিকদারের নামে খুন, ডাকাতি ও অস্ত্র আইনে সাতটি মামলা রয়েছে। তবে তার ছেলের বিরুদ্ধে কোনো মামলা নেই।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০/আপডেট: ২১৪২ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।