ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
যশোরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত গোপাল দেবনাথ

যশোর: যশোরের বাঘারপাড়ায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোপাল দেবনাথ (২৩) নামে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পাইকপাড়া গ্রামে হাবুল্লাহ বাজারে এ দুর্ঘটনা ঘটে।


 
নিহত গোপাল দেবনাথ একই গ্রামের কার্তিক দেবনাথের ছেলে। তিনি খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কমর্রত ছিলেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় গোপাল দেবনাথ মোটরসাইকেল চালিয়ে বাঘারপাড়ার হাবুল্লাহ বাজার পাইকপাড়া গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে পাইকপাড়া গ্রামের কাচারী বটতলা এলাকায় পৌঁছালে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গোপাল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত অন্য মোটসাইকেলের আরোহীদের কোনো সমস্যা হয়নি।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমীয় দাস বাংলানিউজকে জানান, অতিরিক্ত রক্ত ক্ষরণ ও মাথায় আঘাত কারণে পুলিশ সদস্য গোপালের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২০
ইউজি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।