ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় শওকত মিয়া (২৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) রাতে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শওকত জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মধ্যের চর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় উপজেলার সুখিয়া বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন শওকত। পথে চণ্ডিপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা শ্যালোইঞ্জিন চালিত একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শওকতের মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. শ্যামল মিয়া বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।