ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা 

ব্রাহ্মণবাড়িয়া: “কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পারি” এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বেগম রোকেয়া দিবস ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে পাঁচ নারীকে জয়িতা সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।  

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সালমা আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা নিশাত, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমিনসহ অনেকে।  

পরে জয়িতা অন্বেষণ বাংলাদেশ শীর্ষক কর্মসূচির আওতায় ২০১৯ সালে নির্বাচিত পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়। জয়িতারা হলেন শিক্ষায় ফরিদা নাজমিন, সমাজ উন্নয়নে তাসলিমা সুলতানা খানম নিশাত, সফল জননী রাবিয়া খাতুন, অর্থনৈতিক সাফল্যে গীতা রানী দাস ও নির্যাতন থেকে ঘুরে দাঁড়ানোতে সানজিদা আক্তার। সংগ্রামী অপ্রতিরোধ্য নারীর প্রতীকী নাম হচ্ছে জয়িতা।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।