ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের বিচার দাবি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের বিচার দাবি  মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আয়োজিত মানববন্ধন

ঢাকা: কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন মুক্তিযোদ্ধার সন্তানরা।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

এতে বক্তব্য রাখেন সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সোলয়মান মিয়া, মহাসচিব শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা পুরো জাতিকে চরমভাবে ব্যথিত করেছে। বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী, তারা বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধ মানে না। এদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
ডিএন/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।