ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
ফেনীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফেনী: ফেনীতে অজ্ঞাতপরিচয় আনুমানিক ৮০ বছর বয়স্ক এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফেনী রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর মুহুরীগঞ্জ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।  

রেলপুলিশ কর্মকর্তা জানান, সম্ভবত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। মাথা থেঁতলে যাওয়ায় তাৎক্ষণিক ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে ফেনী মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।  

মরদেহ পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আঙুলের ছাপ নিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০ 
এসএইচডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।