ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বিজয় দিবসের প্রথম প্রহরে সুনামগঞ্জ প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
বিজয় দিবসের প্রথম প্রহরে সুনামগঞ্জ প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি বিজয় দিবসের প্রথম প্রহরে সুনামগঞ্জ প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি। ছবি: বাংলানিউজ

সুনামগঞ্জ: বিজয় দিবসের প্রথম প্রহরে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে সুনামগঞ্জ প্রেস ক্লাব।

বুধবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা এক মিনিটে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাহজান চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তারেক, কোষাধ্যক্ষ মো.আশিকুর রহমান পীর, দপ্তর সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসাইদ রাহাত, ক্রীড়া সম্পাদক আল আমিন, সদস্য দিলাল আহমদ, নজরুল ইসলাম প্রমুখ। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।