ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সরিষাবাড়ীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংর্ঘষ, আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
সরিষাবাড়ীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংর্ঘষ, আহত ৩০

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংর্ঘষে প্রায় ৩০জন নেতাকর্মী আহত হয়েছেন।

১৫ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় সরিষাবাড়ী যমুনা সার কারখানার গেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সরিষাবাড়ী যমুনা সার কারখানার গেটের সামনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের সমর্থিত হাফিজুল বর্তমান সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে নিয়ে বাজে মন্তব্য করে। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ব্যক্তিগত সহকারী ও যুবলীগের সাবেক নেতা মুকুল মিয়া চর থাপ্পড় দিলে সংর্ঘষের সুচনা হয়। পরে উভয় পক্ষই ইট পাটকেল নিক্ষেপ করে।  

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম বাংলানিউজকে জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।