ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
খুলনায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন খুলনায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

খুলনা: খুলনায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।

বুধবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৩৫ মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে খুলনা জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন গল্লামারী শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাথে ফুল দেওয়ার মাধ্যমে শুরু হয় শ্রদ্ধা নিবেদনের পালা। প্রথমেই জেলা প্রশাসক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা জেলা ও মহানগর ইউনিট জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এর পরপরই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা মেট্রোপলিক পুলিশ (কেএমপি) কমিশনার মাসুদুর রহমান ভূঞা, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল মুকিম সরকার, খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদসহ খুলনা বিভাগ ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তর, খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, খুলনা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনসাধারণ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে খুলনা সার্কিট হাউস প্রাঙ্গণে সকাল সাড়ে ৭টায় জাতীয় সংগীতের সঙ্গে বাংলাদেশের সাড়ে ১৬ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ও বাঙালির বিজয়ের নিদর্শন জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন অনুষ্ঠানে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন করেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, কেএমপির পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞা, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ও খুলনা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।

উপস্থিত সশস্ত্র বাহিনী গার্ড অব অনার দেওয়ার মাধ্যমে সালাম প্রদর্শন করেন।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এমআরএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।