ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে শফিকুল ইসলাম (২৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার খিরাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কচুয়ামুড়া গ্রামের মোহাম্মদ রব্বানি মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বাংলানিউজকে জানান, উপজেলার চান্দুরা আখাউড়া সড়কের খিড়াতলা নামক স্থানে বালিভর্তি ট্রাক্টরটির সামনের দিকে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।