ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

স্মৃতিসৌধে জাসদের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
স্মৃতিসৌধে জাসদের শ্রদ্ধা

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল‌ (জাসদ)।  

জাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বুধবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ মনির হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক জুলফিকার মান্নান জামী, জনসংযোগ সম্পাদক শরিফুল কবির স্বপন, সদস্য মাহবুবা আখতার লিপিসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপনের নেতৃত্বে জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটি শ্রদ্ধা নিবেদন করেন।

পাশাপাশি জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক গোপাল রাজ বংশী, সহ-সম্পাদক হাসানাতুজ্জামান বাবু, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নাজিবুল হক খান অনন্ত ও সাধারণ সম্পাদক মো. শিফিক খান শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।