ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা আলতাফ আর নেই 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
পটুয়াখালীতে প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা আলতাফ আর নেই 

পটুয়াখালী: ১৯৭১ সালে হানাদার মুক্ত হওয়ার পর পটুয়াখালীতে প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা আলতাফ হায়দার মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  

বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলি গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি ছয় মেয়ে, দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

বুধবার বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

১৯৭১ সালের ৮ ডিসেম্বর পটুয়াখালী শহরকে পাক হানাদার মুক্ত করে শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আলতাফ হায়দার।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।