ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাঘারপাড়ায় ২১টি বোমা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
বাঘারপাড়ায় ২১টি বোমা উদ্ধার

যশোর: যশোরের বাঘারপাড়ায় একটি মাঠ থেকে ২১টি বোমা উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।


 
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাসেল সরোয়ার বাংলানিউজকে বলেন, রাতে বেতালপাড়ার মোসলেম উদ্দিন নামে এক ব্যক্তির বাড়ির সামনের ক্ষেতে একটি বাজারের ব্যাগ দেখতে পান স্থানীয়রা। ব্যাগে কাঠের গুড়ার মধ্যে বোমার মতো বস্তু দেখে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে প্যাকেটটি উদ্ধার করে তাতে লাল-কালো টেপে মোড়ানো ২১টি বোমা দেখতে পায়। বোমাগুলো উদ্ধার করে পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
ইউজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।