ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মহান বিজয় দিবসে হোসেনপুরে পাবলিক লাইব্রেরি উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
মহান বিজয় দিবসে হোসেনপুরে পাবলিক লাইব্রেরি উদ্বোধন

কিশোরগঞ্জ: মহান বিজয় দিবসে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।  
বুধবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার অফিসার্স ক্লাবে এ লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম জাহিদুর রহমান।

 

এসময় ইউএনও জাহিদুর রহমানের স্ত্রী তুলতুল শাফেয়ী আলম, হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. মুঞ্জুরুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকারসহ অফিসার্স ক্লাবের সদস্যরা, আমন্ত্রিত ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এসআই 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।