ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় কুড়িয়ে পাওয়া বোমায় হাত উড়ে গেল কলেজছাত্রের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
সাতক্ষীরায় কুড়িয়ে পাওয়া বোমায় হাত উড়ে গেল কলেজছাত্রের

সাতক্ষীরা: সাতক্ষীরায় ফসলের ক্ষেতে কুড়িয়ে পাওয়া বোমায় ইউনুস আলি ছোটন নামে এক কলেজছাত্রের বাম হাত উড়ে গেছে।

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

ছোটন ওই গ্রামের ইয়াকুব আলি গাজীর ছেলে ও ঝাউডাঙ্গা কলেজের সম্মান শ্রেণির ছাত্র। তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ছোটন তাদের জমিতে গোবর সার ফেলার কাজে ট্রলিতে তার মেঝ ভাই ফিরোজকে সহযোগিতা করছিলেন। এ সময় রাস্তার ধারে ফিরোজ একটি টিনের কৌটা দেখতে পেয়ে সেটি তার ছোট ভাই ছোটনকে দেখার জন্য দেন। ছোটন টিনের কৌটাটি খুলে পলিখিন মোড়ানা বস্তু দেখে কৌতূহলবশত তাতে হাত দেন। বস্তুটি কী তা বোঝার চেষ্টা করার আগেই সেটি বিস্ফোরিত হয়। এ সময় তার বাম হাত কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরায় এনে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আপাতত বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।