ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বিয়াম ফাউন্ডেশনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
বিয়াম ফাউন্ডেশনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ...

ঢাকা: বিজয় দিবসে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত দেশবরেণ্য প্রশিক্ষণ কেন্দ্র বিয়াম ফাউন্ডেশনে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার।  

বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ইস্কাটনে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

এসময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন।  

আয়োজনে বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক ড. এম. মিজানুর রহমান, ঢাকার বিভাগীয় কমিশনার, ঢাকায় জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই কর্নারে বঙ্গবন্ধুর ম্যুরালসহ বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বিভিন্ন চিত্রকর্ম ভবনের দেয়ালে স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।