ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বিজয় দিবসে নাসিরনগরে গুচ্ছ গ্রামের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
বিজয় দিবসে নাসিরনগরে গুচ্ছ গ্রামের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া: বিজয় দিবসে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্মিত মিলনপুর গুচ্ছ গ্রামের উদ্বোধন করা হয়েছে।  

বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন হরিপুর ইউনিয়নের মিলনপুর গ্রামের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

 

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফি উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার তাহমিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফজলে ইয়াজ। অনুষ্ঠান পরিচালনা করেন হরিপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখি।  

পরে বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি হরিপুর জমিদার বাড়িতে বসবাসরত ১০টি গৃহহীন পরিবারের মধ্যে চাবি হস্তান্তর করেন। এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।