ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ট্রাক-মোটরসাই‌কে‌ল সংঘ‌র্ষে নিহত ২, আহত ১

ডি‌স্ট্রিক্ট ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
সাতক্ষীরায় ট্রাক-মোটরসাই‌কে‌ল সংঘ‌র্ষে নিহত ২, আহত ১

সাতক্ষীরা: সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাই‌কে‌লের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে দুই যুবক নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন আরও একজন।


 
বুধবার (১৬ ডি‌সেম্বর) রাত পৌ‌নে ৯টার দি‌কে সাতক্ষীরা-খুলনা সড়‌কের বি‌নের‌পোতা এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।  

‌নিহত দু’জন হ‌লেন- সাতক্ষীরার তালা উপ‌জেলার সুজনশাহ গ্রা‌মের তাপস মণ্ডল ও খুলনার পাইকগাছার রাড়ুলী গ্রা‌মের মিলন দেবনাথ। আর আহত সুব্রত সেন পাইকগাছা এলাকার বা‌সিন্দা।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান বাংলানিউজকে জানান, সুব্রত, মিলন ও তাপস খুলনা থে‌কে এক‌টি মোটরসাই‌কেলযো‌গে সাতক্ষীরা আস‌ছি‌লেন। সাতক্ষীরা-খুলনা সড়‌কের বি‌নের‌পোতা এলাকার আব্বা‌সের বাগানবা‌ড়ি এলাকায় পৌঁছা‌লে খুলনাগামী এক‌টি ট্রা‌কের সঙ্গে তাদের মোটরসাই‌কেলের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে তাপস ও মিলন নিহত হয়। এ সময় আহত হন সুব্রত সেন। পরে আহত ‌সুব্রতকে উন্নত চি‌কিৎসার জন্য খুলনা মে‌ডি‌ক্যা‌লে কলেজ (খুমেক) হাসপাতালে পাঠা‌নো হয়েছে।

তিনি জানান, নিহত দু’জনের মর‌দেহ সাতক্ষীরা সদর হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌য়েছে।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।