ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে সবজিবোঝাই ট্রাক খাদে, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
টাঙ্গাইলে সবজিবোঝাই ট্রাক খাদে, নিহত ১

টাঙ্গাইল: টাঙ্গাইলে সবজিবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি।

বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোরে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সবজিবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। আহত হয় আরও দুইজন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।