ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান আর নেই সাইদুর রহমান

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মহাখালী অঞ্চলের (অঞ্চল-৩) নির্বাহী প্রকৌশলী মো. সাইদুর রহমান আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৫৭ বছর।  

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বাদ জোহর নগর ভবনের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে মরহুম সাইদুর রহমান স্ত্রী, এক ছেলে, দুই কন্যা, অজস্র আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে সাইদুর রহমানের মৃত্যুতে মেয়র মো. আতিকুল ইসলাম গভীর শোক জানিয়েছেন।

তিনি বলেন, ‘মরহুম সাইদুর রহমান একজন দক্ষ ও কর্মঠ প্রকৌশলী ছিলেন। তার মৃত্যুতে ডিএনসিসি একজন নিষ্ঠাবান প্রকৌশলীকে হারালো’।

সবশেষে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।