ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

 শাহজাদপুরে জেএমবি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
 শাহজাদপুরে জেএমবি সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরের জঙ্গি আস্তানা থেকে পলাতক জুয়েল রানা (২০) নামে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দেড়টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকার হানিফ হাইওয়ে রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

জুয়েল রানা পাবনা জেলার সাথিয়া থানার দাড়ামুদা পশ্চিমপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।  

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও মিডিয়া অফিসার প্রণব কুমার সরকার।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে হানিফ হাইয়ে হোটেলের সামনে অভিযান চালিয়ে নব্য জেএমবি সদস্য জুয়েলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি জিহাদী ও একটি তালেবানি বইসব লিফলেট উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর শাহজাদপুর পৌর এলাকার একটি বাড়ির জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ৪ জেএমবি সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। এ ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আসামি ছিলেন জুয়েল রানা।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।