ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
ফেনীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ফেনী: ফেনীতে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে শহরের সার্কিট হাউজ রোডের পূর্ব বিজয় সিং এলাকার বিডিআর আবুল কালাম আজাদের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানায়, সকালে জান্নাতুল ইসলাম আয়েশা (৩) ও তাসপিয়া জান্নাত (৩) বাড়ির পেছনে খেলাধুলা করছিল। হঠাৎ তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে খুঁজতে গিয়ে দু’জনকে ডোবার পানিতে ভাসতে দেখা যায়। এ অবস্থায় তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

আয়েশা ও তাসপিয়া দু’দিন আগে নানা বিডিআর আবুল কালাম আজাদের বাড়িতে বেড়াতে আসে। আয়েশা পূর্ব বিজয় সিং ফখরুল ইসলামের মেয়ে ও তাসপিয়া ফাজিলপুরের কলাতলির এরশাদ উল্যার মেয়ে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।