ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ছেলের হাতে বাবা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
ছেলের হাতে বাবা খুন

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে নেশার টাকা না দেওয়ায় মাদকসক্ত ছেলে ছাদেকুল ইসলামের ছুরিকাঘাতে বাবা শফিউল ইসলামের (৬০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের রওশনবাগ বাজারে এ ঘটনা ঘটে।

শফিউল ইসলামের বাড়ি রওশনবাগ বাজারের পাশে কৃষ্ণপুর গ্রামে।

স্থানীয়রা জানান, ছাদেকুল মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা না পেলে তিনি পরিবারের সদস্যদের মারধর করতেন। বৃহস্পতিবার বিকেলে বাবার কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হন ছাদেকুল। সন্ধ্যায় বাবা শফিউল বাড়ির পাশে রওশনবাগ বাজারে যান। তখন ছাদেকুল পেছন থেকে এসে বাবার গলা ধরে পেটে-বুকে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা শফিউলকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

এদিকে, বাজারের লোকজন মোটরসাইকেল নিয়ে পিছনে ধাওয়া করে ছাদেকুলকে আটক করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।