ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় সিআইডির অভিযানে প্রতারক গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
খুলনায় সিআইডির অভিযানে প্রতারক গ্রেফতার

খুলনা: পল্লী বিদ্যুতের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আলী হোসেন গাজী (৪০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে খুলনা সিআইডি।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে ডুমুরিয়ার চুকনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলী হোসেন গাজী ডুমুরিয়া উপজেলার মারতিয়া গ্রামের সরোয়ার গাজীর ছেলে।

খুলনা সিআইডি সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুতের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে বুধবার (১৬ ডিসেম্বর) ডুমুরিয়া থানায় মামলা করেন ভুক্তভোগীরা। মামলাটির দায়িত্ব পাওয়ার পর সিআইডি চুকনগর এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়।

সিআইডির পুলিশ পরিদর্শক গোলাম ছরোয়ার মামলাটির তদন্ত করছেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
এমআরএম/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।