ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কাপাসিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
কাপাসিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে কাপাসিয়া-গোসিংগা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- নরসিংদীর মনোহরদী থানা এলাকার আব্দুর সাত্তারের ছেলে তুষার (২৬) ও কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুর এলাকার স্বপন চন্দ্র দেব নাথের ছেলে রুদ্র চন্দ্র দেব নাথ (৭)।  

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ বাংলানিউজকে জানান, দুপুরে সূর্য নারায়ণপুর এলাকায় সড়ক পার হচ্ছিল রুদ্র। এ সময় মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তুষার। এক পর্যায়ে মোটরসাইকেলের সঙ্গে রুদ্রের ধাক্কা লাগে। এতে চালক তুষার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২০
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।