ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মানিকছড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
মানিকছড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. নয়ন হোসেন নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) উপজেলার বাটনাতলী ইউনিয়নের গোরখানা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোরখানার এলাকার স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে নয়ন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে নয়নকে আটক করে পুলিশে সোর্পদ করে।

পরে অসুস্থ শিশুটিকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে পাঠানো হয়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, এ ঘটনায় মানিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। শিশুটিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ডাক্তারি পরিক্ষার জন্য পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।