ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার নিহত আরাফাত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিখোঁজের তিন দিন পর রক্তাক্ত অবস্থায় আরাফাত (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার ধামগড় এলাকার মনা মেম্বারের বাড়ির পাশের একটি বড় পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আরাফাত একই উপজেলার মদনপুর লাওসার এলাকার সাবেক মেম্বার রফিকুল ইসলামের (মনা) ছেলে।

তার স্বজনরা জানান, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি আরাফাত। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে থানায় জিডি করা হয়। পরে শুক্রবার সকালে পুকুরে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম সহ ধামগড় ফাঁড়ি পুলিশ সদস্যরা।

এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার তোফাজ্জলের ছেলে রাব্বিকে (২৩) আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।