ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

করোনায় মারা গেলেন মনজুরে মওলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
করোনায় মারা গেলেন মনজুরে মওলা

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি-প্রাবন্ধিক মনজুরে মওলা মারা গেছেন।

রোববার (২০ ডিসেম্বর) বেলা ১১টা দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত৷

তিনি বলেন, গত ৫ ডিসেম্বর করোনা পজিটিভ হওয়ার পর মনজুরে মাওলাকে  হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা দিকে তিনি মারা যান ৷

মনজুরে মওলার জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি৷

মনজুরে মওলা পেশা জীবনে ছিলেন আমলা৷ আশির দশকের শুরুর দিকে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন। তার মেয়াদকালেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা৷

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
ডিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।