ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বাসের ধাক্কায় নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
সিলেটে বাসের ধাক্কায় নিহত ২

সিলেট: সিলেটে বাসের ধাক্কায় মাসুম আহমেদ (২৮) ও তারেক আহমদ (৩০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

রোববার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের বিশ্বনাথ উপজেলাধীন রশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


 
নিহত মাসুম আহমদ ও তারেক আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরো এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
 
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে বলেন, সিলেটগামী যাত্রীবাহী বাস হবিগঞ্জ এক্সপ্রেস ঘটনাস্থলে আসামাত্র বিশ্বনাথ থেকে রশিদপুর ঢাকা-সিলেট মহাসড়কে ওঠা মোটরসাইকেল বাসটির সামনে পড়ে যায়। এতে চাপা পড়ে দুই আরোহীর মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন। হতাহতদের উদ্ধার করে মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।