ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ছয় নদীর পানিবণ্টন নিয়ে বৈঠক জানুয়ারিতে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
ছয় নদীর পানিবণ্টন নিয়ে বৈঠক জানুয়ারিতে

ঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত ৬টি নদীর পানিবন্টন নিয়ে  আগামী জানুয়ারিতে যৌথ নদী কমিশন-জেআরসি’র বৈঠক অনুষ্ঠিত হবে।  

আগামী ৫-৬ জানুয়ারি এই বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

তবে এবারের বৈঠক হবে ভার্চ্যুয়াল। পানিসম্পদ মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জেআরসি বৈঠকে বাংলাদেশ-ভারতের মধ্যে যে ৬টি অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা হবে সেগুলো হলো- খোয়াই, ধরলা,  দুধকুমার মনু,  মুহুরী ও গোমতী । এছাড়া গঙ্গা ও তিস্তার পানিবণ্টন নিয়েও আলোচনা হতে পারে।

সূত্র জানায়, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে গত ১৭ ডিসেম্বর ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টনের বিষয়ে তাগিদ দেন। দুই শীর্ষ নেতার বৈঠকের পরেই দুই দেশের মধ্যে জেআরসি বৈঠকের প্রক্রিয়ায় গতি পায়। জেআরসি বৈঠকে দুই দেশের অভিন্ন নদীগুলোর পানিবণ্টন নিয়ে বিশেষভাবে  আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০৪৫  ঘণ্টা, ডিসেম্বর ২০,  ২০২০
টিআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।