ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে কাভার্ডভ্যানের ধাক্কায় কিশোর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
টঙ্গীতে কাভার্ডভ্যানের ধাক্কায় কিশোর নিহত

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় হৃদয় (১২) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার মা।

রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় হবিগঞ্জের শামীম মিয়ার ছেলে। গাজীপুরের পূবাইল কলেজ গেট এলাকায় মায়ের সঙ্গে থাকতো হৃদয়।

টঙ্গী পূর্ব থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশিকুল হক জানান, বিকেল ৫টার দিকে টঙ্গীর চেরাগআলী এলাকায় মায়ের সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল হৃদয়।

এ সময় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই হৃদয় মারা যায়। এতে তার মা গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় চালক মো. সাজ্জাদ ও হেলপার রায়হান মিয়াকে আটক করে কভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০ 
আরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।