ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উলিপুরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
উলিপুরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় আবু বক্কর (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় কুড়িগ্রাম-চিলমারী আন্তঃ উপজেলা সড়কের মিনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় আবু বক্কর বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে কুড়িগ্রামগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
এফইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।