ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ট্রলি উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
চাঁপাইনবাবগঞ্জে ট্রলি উল্টে চালক নিহত দুর্ঘটনাকবলিত স্থান। ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের মুসলিমপুরে কাঠখড়ি বোঝাই একটি ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। বুধবার (৩০ ডিসেম্বর) ভোরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুরে এ ঘটনা ঘটে।

চালক আব্দুর রহিম (৩০) জেলার শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি গ্রামের হোসেন আলী মণ্ডলের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, বুধবার ভোরে কাঠখড়ি বোঝাই ট্রলি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যাচ্ছিলেন আব্দুর রহিম। পথে মুসলিমপুর বাজারের অদূরে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রলিটি  খাদে পড়ে যায়। এতে কাঠখড়ির নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান রহিম। সকালে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।