ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে হেরোইনসহ আটক ২ জনের কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
মানিকগঞ্জে হেরোইনসহ আটক ২ জনের কারাদণ্ড 

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বেতিলা পালড়া এলাকা থেকে হেরোইন ও ইয়াবাসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ ডিসেম্বর) তাদের এ সাজা দেওয়া হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- পালড়া এলাকার মৃত গনি মিয়ার ছেলে মো. আলমগীর ও চর বেতিলা এলাকার বাদল বেপারীর ছেলে মো. আরাফাত।

তিনি বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সিংগাইর উপজেলার বাইমাইল এলাকা থেকে আলমগীর ও আরাফাতকে আটক করা হয়। এসময় আলমগীরের কাছে তিন গ্রাম হেরোইন এবং আরাফাতের কাছে ৬২ পিস ইয়াবা পাওয়ায় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা তাদের ছয় মাস করে কারাদণ্ড দেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।