ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বিস্ফোরক দ্রব্যসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
রাজধানীতে বিস্ফোরক দ্রব্যসহ আটক ৫

ঢাকা: রাজধানীর কদমতলী ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্যসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আটকরা হলেন- কদমতলী এলাকা থেকে মো. আল আমিন ওরফে হীরা (৩৫), মো. আল-আমিন ওরফে পাপ্পু (২৪), মো. জাহিদ হোসেন ওরফে বিজয় (১৯) এবং চকবাজার এলাকা থেকে মো. উজ্জল (৩২) ও মো. আবেদ মিরাজ (২৪)।

বুধবার (৩০ ডিসেম্বর) রাতে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বাংলানিউকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মেজর শাহরিয়ার জানান, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দিনগত রাতে র‌্যাব- ১০ এর একটি দল রাজধানীর কোতোয়ালি থানার সৈয়দ আওলাদ হোসেন রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে ৬৫ পিস বিভিন্ন প্রকার বিস্ফোরক জাতীয় দ্রব্যসহ তিনজনকে আটক করে। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই রাতে আরেকটি অভিযান চালায় রাজধানীর চকবাজার মডেল থানার চক সার্কুলার রোড এলাকায়। অভিযানে ১২৩ পিস বিভিন্ন প্রকার বিস্ফোরক জাতীয় দ্রব্যসহ দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দু'টি মোবাইল ও দুই হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।

আটক ওই পাঁচজনের নামে থানায় মামলা করা হয়েছে বলেও জানান মেজর শাহরিয়ার।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।