ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ১০ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
নওগাঁয় ১০ কেজি গাঁজাসহ আটক ২ ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁয় পৃথক অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

বৃহষ্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে ডিবি পুলিশ কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।

 

আটকরা হলেন- একই জেলার বাগমারা উপজেলার বাইগাছা গ্রামের আশরাফ স্বর্ণকারের ছেলে এবাদত হোসেন (৩৫) ও পত্নীতলা উপজেলার অষ্টমাত্রাই গ্রামের মিন্নত আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৫)।

সম্মেলনে এসপি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ ডিসেম্বর) রাতে পত্নীতলা উপজেলার অষ্টমাত্রাই এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ জামিরুলকে আটক করা হয়। অপরদিকে, একই রাতে মান্দা উপজেলার কালিকাপুর এলাকা থেকে আরও ৫ কেজি গাঁজাসহ এবাদতকে আটক করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।