ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
মিরপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মিরপুর ভাষানটেক এলাকার একটি বাসা থেকে শাহ আলম (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (১ জানুয়ারি) রাতে এ বিষয়ে কথা হয় ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনের সঙ্গে।

তিনি বাংলানিউজকে জানান, বিকেলে ভাষানটেক মাটিকাটা এলাকার একটি বাসা থেকে শাহ আলমের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুইদিন আগে ওই বাসায় তাকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। শাহ আলম ওই বাসায় ভাড়া থাকতেন। এই ব্যাপারে ২-৩ জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে রাতে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
এজেডএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।